মামার হাতে ভাগ্নে খুনের অভিযোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/11/06/photo-1478440232.jpg)
জামালপুরের মাদারগঞ্জে ভাগ্নেকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে মাদকাসক্ত মামার বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার পশ্চিম কয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন (৮) জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আল-আমীনের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামা শহীদকে (২৬) আটক করেছে পুলিশ। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শাহীনের নানা দুলাল প্রামাণিক জানান, তাঁর ছেলে শহীদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এই নিয়ে পরিবারে অশান্তি লেগেই ছিল। এর মধ্যে কয়েকদিন আগে শাহীন তাঁর মা মানু বেগমের সঙ্গে বেড়াতে আসে।
আজ সকাল ১০টার দিকে শহীদের সঙ্গে পরিবারের লোকজনের কথা কাটাকাটি হচ্ছিল। এ সময় বাড়ির পাশের খাল থেকে মাছ ধরে নিয়ে শাহীন বাড়ি ঢুকছিল। ক্ষুব্ধ হয়ে শহীদ হাতে থাকা দা দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তার মৃত্যু হয়। বাড়ির লোকজন শহীদকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাঁকে আটক করে।
এ ঘটনায় নিহত শিশুর মা মানু বেগম বাদী হয়ে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া শহীদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত শাহীনের ঘাড়ে দায়ের কোপে গভীর ক্ষত হয়েছে। এতেই তার মৃত্যু হয়েছে।