অল্পের জন্য রক্ষা পেল তিস্তা এক্সপ্রেস

গাজীপুরের শ্রীপুরে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেন ও এর যাত্রীরা।
আজ রোববার ঢাকা-ময়মনসিংহ রেলপথে খিরু নদীর গোলাঘাট রেল সেতুর ওপর থেকে ট্রেন লাইন বিচ্ছিন্ন হয়ে নদীতে পড়ে যাওয়ায় ওই রেলপথে প্রায় তিন ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
কাওরাইদ রেলস্টেশনের স্টেশন মাস্টার এমদাদুল হক জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জামালপুর কমিউটার এক্সপ্রেস’ ট্রেন রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে খিরু নদীর গোলাঘাট রেলসেতু অতিক্রম করে। ট্রেনটি ওই সেতু অতিক্রম করার পর পরই বিকট শব্দে ওই সেতুর উপরের রেললাইনের প্রায় দুই ফুট অংশ ভেঙে বিচ্ছিন্ন হয়ে নদীতে পড়ে যায়।
এর কিছুক্ষণ পরই ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেন ক্ষতিগ্রস্ত ওই সেতুর কাছাকাছি চলে আসে। এ সময় ট্রেনটিকে থামানোর জন্য স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে সিগন্যাল দেয়। তখন চালক সেতু থেকে প্রায় ২০০ গজ দূরে ট্রেনটি থামাতে সক্ষম হন। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান তিস্তা এক্সপ্রেসের যাত্রীরা।
কমিউটার ট্রেন পরিচালনাকারী এজেন্ট রাজু আহমেদ জানান, এ ঘটনায় ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তিস্তা এক্সপ্রেস ছাড়াও ঢাকা থেকে মোহনগঞ্জগামী ‘মহুয়া এক্সপ্রেস’ ট্রেন শ্রীপুরের সাতখামাইর স্টেশনে, তারাকান্দিগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেন রাজেন্দ্রপুর স্টেশনে, ঢাকাগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেন কাওরাইদ স্টেশনে এবং জয়দেবপুরগামী ডেমু কমিউটার ট্রেন গফরগাঁও স্টেশনে আটকা পড়ে।
খবর পেয়ে কাওরাইদ রেলস্টেশন থেকে রেলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইন মেরামত করে। প্রায় তিন ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে ওই রেলপথে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।