ঝালকাঠিতে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজারের সার্বজনীন কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে।
গতকাল রোববার রাতে মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনিল চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ঝালকাঠি থানায় এ মামলা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম মামলার ঘটনা নিশ্চিত করেছেন।
এদিকে, পুলিশ স্থানীয় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। তারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকায় ছেড়ে দেওয়া হয়।
এ ছাড়া আজ সোমবার সকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেনের নেতৃত্বে একটি দল পোনাবালিয়া বাজারের মন্দিরটি দেখতে যান। এ সময় তারা স্থানীয় বাসিন্দা ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দেন পরিদর্শনকারী দল।
গত শনিবার রাতে বৈরী আবহাওয়ার মধ্যে দুর্বৃত্তরা পোনাবালিয়া বাজারের সার্বজনীন কালীমন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুর করে। হামলাকারীরা মন্দিরের ঘটি, কলসসহ আসবাবপত্র পাশের পুকুরে ফেলে দেয়। এ ঘটনার পর থেকে ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।