নিজ দলের ২ এমপিকে ডাকাত বললেন মহিউদ্দিন

চট্টগ্রামে দলের দুই সংসদ সদস্যকে (এমপি) ডাকাত বলে আখ্যা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ওই দুই এমপিসহ আরো পাঁচজনের হাতে বর্তমানে চট্টগ্রাম বন্দর জিম্মি বলে অভিযোগ তোলেন তিনি।
বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটি গেট এলাকায় এক শ্রমিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মহিউদ্দিন চৌধুরী এ অভিযোগ করেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম-১০ (বন্দর) আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ও সাইফ পাওয়ারটেককে ‘ডাকাত’ হিসেবে উল্লেখ করেন মহিউদ্দিন চৌধুরী। আর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিনকে তাঁদের বড় ভাই বলে মন্তব্য করেন।
ওই ব্যক্তিরা চট্টগ্রাম বন্দর থেকে অবৈধভাবে ভাগ নিচ্ছেন উল্লেখ করে মহিউদ্দিন চৌধুরী বলেন, তাঁরা বন্দর লুটপাট করবেন তা হতে পারে না। তাই শ্রমিকদের অধিকার আদায়ে বন্দর চালু রেখে আন্দোলনের কথা বলেন তিনি।
সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আরো বলেন, চট্টগ্রাম বন্দরে এখন শ্রমিকদের কাজ করার নিরাপদ পরিবেশ নেই। দেশের বৃহৎ এই বন্দরটিতে এখন এক শ্রেণির অর্থনৈতিক দুর্বৃত্তায়ন চলছে। এসব ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি বন্দরের রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটছে বলেও মনে করেন ওই আওয়ামী লীগ নেতা।
শ্রমিক নেতা আবদুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক জহুর আহমদ, শ্রমিক নেতা ইসকান্দর মিয়া, মীর নওশাদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাসান মুরাদ, আবদুল মান্নান ও মো. আইয়ুবসহ অনেকেই বক্তব্য দেন।