ফার্মেসি থেকে বিপুল সরকারি ওষুধ উদ্ধার

খুলনা নগরীর হেরাজ মার্কেট এলাকা থেকে আজ বৃহস্পতিবার দুপুরে বিপুল বিক্রয় নিষিদ্ধ সরকারি ও ভারতীয় যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়েছে। খুলনা ড্রাগ সুপারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
হেরাজ মার্কেটের আল-আমিন ড্রাগ হাউস নামের একটি ফার্মেসি থেকে সরকারি বিভিন্ন হাসপাতালের জন্য বরাদ্দ করা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল, গ্যাসটিকের ওষুধ, ভারতীয় সেনেগ্রা নামক যৌন উত্তেজক প্রায় ১০ হাজার ওষুধ উদ্ধার করা হয়।
খুলনা ড্রাগ সুপার মাহমুদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওষুধের আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। আল-আমিন ড্রাগ হাউসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।