মন্দিরে হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে হামলা, ভাঙচুর, লুটতরাজ, অগ্নিসংযোগের প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু প্রজন্মসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিন্দু মহাজোটের আহ্বায়ক মুকুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যজিৎ ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক শংকর প্রসাদ চৌধুরী, জেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বিমল অধিকারী, ডা. সুমন কুমার পোদ্দার, কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক, শ্যামসুন্দর দেবনাথ, সমীর কিশোর দে, গোবিন্দ চন্দ্র দত্ত প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।