ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়ার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুক্তিযোদ্ধারা। আজ বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা শহরের মুক্তিযোদ্ধা চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন মুক্তিযোদ্ধারা।
মানববন্ধন ও সমাবেশে অংশ নিয়ে মুক্তিযোদ্ধা সবেদ আলী অভিযোগ করেন, এই উপজেলায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা, এমনকি অনেক রাজাকার গেজেটভুক্ত হয়ে সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করছে। প্রকৃতপক্ষে পাঁচ-ছয়জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা থাকলেও এখন তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। তাই যাচাই-বাছাই হওয়া পর্যন্ত নতুন মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি স্থগিত রাখার দাবি জানান তিনি। এ ছাড়া সঠিক তদন্তের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিল করারও দাবি জানান মুক্তিযুদ্ধের এই আঞ্চলিক সংগঠক।
সমাবেশে অন্য বক্তারা বলেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানির সঙ্গে সাধারণ মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতার ব্যবধান কমাতে হবে। অবিলম্বে এসব দাবি মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তাঁরা। মানববন্ধন ও সমাবেশে আলমডাঙ্গার শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।