মন্দিরে হামলার প্রতিবাদে গাজীপুরে হিন্দু মহাজোটের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলা ও হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
আজ শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের গাজীপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাজীপুর মহানগর শাখার সভাপতি রঞ্জন গোস্বামী।
বক্তব্য দেন সাধারণ সম্পাদক রঘুনাথ সরকার, সংগঠনের জেলা শাখার উপদেষ্টা নারায়ণ চন্দ্র দেবনাথ, সহসভাপতি মেঘলাল সরকার, সাংগঠনিক সম্পাদক অজিত কুমার দে, ২০ নম্বর ওয়ার্ডের সভাপতি হরিলাল বর্মণ।
বক্তারা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সনাতন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তার দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল কোনাবাড়ি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।