নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি পরিবারের কমপক্ষে ১২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেয়াজুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় বানিয়াপাড়া গ্রামের নরেশ চন্দ্র রায়ের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা অল্প সময়ের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে দেড় শতাধিক ঘরবাড়ি, আসবাবপত্র, অর্থসহ প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
রাত পৌনে ৯টার দিকে নীলফামারী, দেবীগঞ্জ ও ডোমারের ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।