বিএনপি সব হারিয়ে উন্মাদ হয়ে গেছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সব হারিয়ে এখন উন্মাদ হয়ে গেছে। বিএনপির চেয়ে দেউলিয়া দল পৃথিবীর আর কোথাও নেই।
আজ শনিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যদের বীরোচিত সংবর্ধনা অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে।
আওয়ামী লীগে বসন্তের কোকিল আর মৌসুমি পাখিদের প্রয়োজন নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দলের দুঃসময়ে এই মৌসুমি পাখিদের হাজার ভোল্টেজের আলো দিয়ে খুঁজে পাওয়া যাবে না।’ আগামী নির্বাচনের আগে দলের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও নেতাকর্মীরা অপকর্ম করলে জনগণের কাছে গিয়ে ক্ষমা চাইতে পরামর্শ দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জনগণের ওপর আস্থা হারিয়ে বিদেশি নির্বাচনের দিকে চাতকের মতো চেয়েছিল। আন্দোলন করা হয় না। বিএনপি এ বছর না ওই বছর। আন্দোলন হবে কোন বছর? যারা ক্ষমতার জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকে, তাদের চেয়ে দেউলিয়া দল দেশে আর নেই।’
নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ইসহাক মিয়া, ড. অনুপম সেন, ড. প্রণব বড়ুয়া, যুগ্ম সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, মোসলেম উদ্দিন ও মফিজুর রহমান বক্তব্য দেন।
দুই পক্ষের সংঘর্ষ ও হাতাহাতি
জনসভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বক্তব্য শুরু করলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুটি পক্ষ চেয়ার ছোড়াছুড়ি করে। স্লোগানকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। এর আগে নগরীর সার্কিট হাউস এলাকায় মন্ত্রীর সামনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।