খুলনায় ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

খুলনার ফুলতলা উপজেলায় হাফিজুর রহমান (৪০) নামের এক ভুয়া সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার দামোদর গ্রাম থেকে হাফিজুরকে গ্রেপ্তার করা হয়।
হাফিজুর রহমান কুষ্টিয়ার ভেড়ামারার মির্জাপুর গ্রামের মো. সেকেন্দার আলীর ছেলে। তিনি খুলনার খালিশপুর এলাকায় বেক্সিমকো কোম্পানির বিক্রয় সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশের ভাষ্য, হাফিজুর নিজেকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দেন। তিনি খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) সরকারি মুঠোফোনে কল করে একজনকে পুলিশে চাকরির তদবির করছিলেন।
খুলনা জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) মুক্ত রায় চৌধুরী জানান, ৩০ অক্টোবর রাত ৮টা ৪২ মিনিটে হাফিজুর রহমান তাঁর ব্যবহৃত ০১৭৪৬-৪৪০৯৫০ নম্বর থেকে খুলনা রেঞ্জ ডিআইজি মনিরুজ্জামানের সরকারি মুঠোফোনে কল করেন। এ সময় তিনি নিজেকে ব্রিগেডিয়ার জেনারেল রুহুল আমিন পরিচয় দিয়ে তাঁর চাচাতো ভাইকে কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবল হিসেবে নিয়োগের সুপারিশ করেন। তিনি ডিআইজির কাছে কুষ্টিয়ার এসপির মুঠোফোন নম্বরও চান। কিন্তু ডিআইজির সন্দেহ হওয়ায় বিষয়টি তদন্তের জন্য খুলনা জেলা ডিবিকে নির্দেশ দেন। পরে জেলা ডিবি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাফিজুরকে শনাক্ত করে। সর্বশেষ ফুলতলা থেকে ডিবি তাঁকে আটক করে।
এসআই আরো জানান, তিনি বাদী হয়ে ফুলতলা থানায় হাফিজুরের বিরুদ্ধে মামলা করেছেন।