মেয়র হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই মনির

খুলনা সিটি করপোরেশনের (খুসিক) মেয়র মনিরুজ্জামান মনিকে বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে করে মেয়র হিসেবে দায়িত্ব পালনে তাঁর আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।
আদালতে মনিরুজ্জামান মনির পক্ষে অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন।
অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে মেয়র মনির বিরুদ্ধে মামলা করেছে। এসব মামলায় অভিযোগপত্র দাখিলের পর তাঁকে বরখাস্তের আদেশ দেয় স্থানীয় সরকার বিভাগ। তবে আপিল বিভাগের এই আদেশের ফলে মনিরুজ্জামান মনির দায়িত্ব পালন করতে আপাতত কোনো বাধা নেই।
মামলার বিবরণে জানা যায়, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনির বিরুদ্ধে ভাঙচুর ও নাশকতার অভিযোগে করা তিনটি মামলার মধ্যে গত বছর দুটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২ নভেম্বর মনিকে সাময়িক বরখাস্ত করে একটি আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মেয়র মনি। রিটের শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। গত ৭ জুন সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।
পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ ওই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রাখেন।