সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/11/13/photo-1479039046.jpg)
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে রাধা-মাধব ফাউন্ডেশন কুড়িগ্রামের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জাগো হিন্দু পরিষদসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক অলক সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, নারীনেত্রী শংকরী ঘোষ প্রমুখ।
এ সময় বক্তারা পরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা অপবাদ দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেশে সাম্প্রদায়িক হামলার নিন্দা জানান। পরে সংগঠনের নেতারা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।