জেএসসি পরীক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি

ঘটনার তিনদিন পার হয়ে গেলেও এক কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শরীয়তপুরে আট জেএসসি পরীক্ষার্থীর ওপর হামলাকারী বখাটেদের কেউ গ্রেপ্তার হয়নি। দ্রুত এদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ রোববার জেএসসি পরীক্ষা শেষে শরীয়তপুর-মাদারীপুর সড়কের আঙ্গারিয়ায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জেলা সদরের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধন থেকে ওই আট শিক্ষার্থীর ওপর হামলাকারী বখাটেদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
আজ জেএসসির গণিত পরীক্ষায় বখাটেদের হামলায় আহত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী, রহিমা আক্তার, সুরমা আক্তার, মীম আক্তার, কাওসার মাহমুদ, জসিম, সজীব সরদার ও মাসুদ সরদার আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিছানায় শুয়ে বা সিক বেডে অংশ নেয়।
জানা গেছে, স্থানীয় বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় জেএসসি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। ওই স্কুলের পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌসীর বাড়ি একই উপজেলার দড়িহালা গ্রামে। পরীক্ষাকেন্দ্রে আসার পথে শামীম দেওয়ান পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌসীকে উত্ত্যক্ত করত।
গত বৃহস্পতিবার শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দেওয়ানকান্দি এলাকায় শিক্ষার্থীদের বহনকারী ইজিবাইক থামায় শামীম ও তাঁর সহযোগীরা। এরপর শামীম জান্নাতুলের কাছে মুঠোফোন নম্বর চায়। এ সময় অন্য শিক্ষার্থীরা প্রতিবাদ করে। তখন শামীম তার পাঁচ সহযোগীকে নিয়ে পরীক্ষার্থীদের ওপর হামলা চালায়। তারা বাঁশ ও লাঠিসোটা দিয়ে আট পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিদ্যালয়ে পৌঁছে দেয়। বিদ্যালয়ের শিক্ষকরা তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ওই দিন রাতেই শামীন দেওয়ানসহ চারজনকে আসামি করে পালং মডেল থানায় মামলা করেন বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি।