নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নরসিংদীর রায়পুরা উপজেলায় নীলক্ষা ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
আজ রোববার সকালে নীলক্ষা ইউনিয়নের হরিপুরে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক এবং বর্তমান চেয়ারম্যান তাজুলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে গত কয়েক দিন ধরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ দুইপক্ষের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছিল।
এর জের ধরে আজ দুইপক্ষের লোকজন দেশিয় অস্ত্র টেঁটা, বল্লম, রামদা ও ককটেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। টেঁটার আঘাত ও ককটেল বিস্ফোরণে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। এ সময় পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ।
জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বশির ঘটনাস্থল থেকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেরি হচ্ছে।’