যশোরে কৃষকদল সভাপতি হত্যা মামলায় ৫ আসামি গ্রেপ্তার

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন কেশবপুরের সারুটিয়া গ্রামের মিন্টু গাজী (৩৬), মণিরামপুরের নেহালপুর গ্রামের হাসানুর রহমান (৪০), অভয়নগরের বুইকারা গ্রামের বিল্লাল খাঁ, একই গ্রামের আবু হুরায়রা (২৫) ও মেহেদী হাসান হৃদয় (২৮)।
যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। মঙ্গল ও বুধবার জেলার অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আলোচিত এ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, আটকদের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত ২২ মে সন্ধ্যায় অভয়নগর উপজেলার ডহর মশিহাটি গ্রামে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের পর একটি চক্র ওই এলাকার মতুয়া সম্প্রদায়ের ১৪টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়, যা সারাদেশে আলোচিত হয়।