ভুরুঙ্গামারী হানাদারমুক্ত দিবস পালিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/11/14/photo-1479129125.jpg)
নানা আয়োজনে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে ভুরুঙ্গামারী উপজেলা হানাদারমুক্ত হয়।
আজ সোমবার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ভুরুঙ্গামারী উপজেলা শহর প্রদক্ষিণ করে ভুরুঙ্গামারী বাস টার্মিনাল এলাকায় এসে সেখানকার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে পাবলিক লাইব্রেরি মুক্তমঞ্চে প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুকুল চৌধুরী, সহকারী কমান্ডার এ টি এম শাজাহান মানিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার রকীব আহমেদ জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালে ১৩ নভেম্বর মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী ঐক্যবদ্ধ হয়ে তৎকালীন পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজ ও বর্তমান উপজেলা পরিষদে আক্রমণ করে। রাতভর প্রচণ্ড সংঘর্ষের পর ১৪ নভেম্বর পাকিস্তানি বাহিনী পিছু হটে ফুলকুমার নদের ওপর রায়গঞ্জ ব্রিজের ওপারে অবস্থান নেয়। পাকিস্তানি বাহিনী চলে গেলে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।
সন্ধ্যায় একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কবি নজরুল শিল্পকলা একাডেমি।