চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় সমাবেশের অনুমতি না দেওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে দলীয় কার্যালয় নগরীর নাসিমন ভবনের সামনে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।
সমাবেশে বক্তারা বলেন, বন্দরনগরী চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন সূচনা করা হবে। এ ছাড়া সম্পদের পাহাড় গড়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতে পালাতে না পারে সেজন্য বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানানো হয় সমাবেশে।
সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপি নেতা কাজী নুরুল্লাহ বাহার, ইসকান্দর মির্জা, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, কেন্দ্রীয় যুবদল সদস্য ইয়াছিন কবির লিটন প্রমুখ।