ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

সংঘর্ষে আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নেয়। ছবি : এনটিভি
ঝিনাইদহ সদর উপজেলার জাড়গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জমি দখলকে কেন্দ্র করে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার কুণ্ডু জানান, জাড়গ্রামে ৭৭ শতক আবাদি জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একই গ্রামের নুরুল বিশ্বাস ও শরিফুল জোয়ারদারের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
এসআই সুজন আরো জানান, আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।