১০ টাকার চালে অনিয়মে ইউপি সদস্য ও ডিলার গ্রেপ্তার

দরিদ্রদের মধ্যে চাল বিতরণ কর্মসূচিতে খুলনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুল আজিজ বিশ্বাস ও ডিলার খান দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সকালে খুলনা শহরের নূর নগর এলাকা থেকে দেলোয়ার হোসেন ও আবদুল আজিজ বিশ্বাসকে গ্রেপ্তার করে দুদক। পরে তাদের সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।
দুদুকের খুলনা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল হাই জানান, হতদরিদ্রের তালিকায় খুলনা জেলা পাইকগাছা উপজেলার কপিলমনি ইউপি সদস্য আবদুল আজিজ বিশ্বাস ও তাঁর স্ত্রীর ফিরোজা বেগম নিজেদের নাম অন্তর্ভুক্ত করেন। ডিলার এবং ইউপি সদস্য পরস্পর যোগসাজসে ১০ টাকা কেজির চাল নিজেরা নিয়ে খাদ্যশস্য বিতরণ নীতিমালা লঙ্ঘন করেছেন। জেলা প্রশাসকের এক তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ার ইউপি সদস্যর স্ত্রী ফিরোজা বেগমসহ তিনজনের নামে পাইকগাছা থানায় একটি মামলা করা হয় ।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গ্রেপ্তার হওয়া দুজনকে আজ বিকেলেই আদালতে পাঠানো হবে।