খুলনায় খালে অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ

খুলনায় খাল থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের জব্বার সড়কের পার্শ্ববর্তী খাল থেকে লবণচরা থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, ভোরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে জব্বার সড়কের পাশের খাল থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় ওই তরুণীকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ ওই খালে ফেলে দিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি বলে জানান ওসি।
ওসি মোশাররফ আরো জানান, হত্যাকাণ্ডের আগে তরুণীকে ধর্ষণ করা হয়েছে কি না তা-ও জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।