খুলনার মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম আর নেই

খুলনার মুক্তিযোদ্ধা ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শেখ আবদুল কাইয়ুম (৬৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আবদুল কাইয়ুম।
কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন আবদুল কাইয়ুম। আজ বৃহস্পতিবার বাদ জোহর খুলনা শহীদ হাদিস পার্কে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর টুটপাড়া কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
আবদুল কাইয়ুম স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
মরহুম শেখ আবদুল কাইয়ুম বাংলাদেশ স্বাধীনতার পর দৈনিক গণকণ্ঠের সাংবাদিক ছিলেন। সেইসঙ্গে তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।
শেখ আবদুল কাইয়ুমের মৃত্যুতে শোক জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির খুলনা শাখার সাধারণ সম্পাদক মীনা মিজানুর রহমান, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মন্ত্রী তালুকদার আবদুল খালেক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক মন্ত্রী মন্নুজান সুফিয়ান প্রমুখ।