জনগণ এখন হিরক রাজার দেশে বাস করছে

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণ এখন হিরক রাজার দেশে বাস করছে।
আজ শুক্রবার সকালে নগরীর নাসিমন ভবনে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে শাহাদাত এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নগর যুবদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে যুবদলের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে নগরীর কাজীর দেউড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুবদলের সভাপতি কাজী বেলাল, যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় নেতা ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ।
ভুয়া কাগজপত্র তৈরি করে জন্মদিন পালনের মাধ্যমে অন্যের ক্ষতিসাধন করার অভিযোগে দায়ের করা মামলায় গতকাল বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
চলতি বছরের ৩১ আগস্ট একই আদালতে মামলাটি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। ওই দিন বিচারক মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন।