গাজীপুরে হত্যার দায়ে যুবকের ১০ বছর কারাদণ্ড

গাজীপুরে হত্যার দায়ে এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন। রায়ে দণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডাদেশপ্রাপ্ত রংমিস্ত্রি মো. ইদ্রিস আলী (৪২) ময়মনসিংহের মুক্তাগাছা হালিদা এলাকার বাসিন্দা এবং জয়দেবপুর থানার শিবরামপুর এলাকায় ভাড়া থাকতেন।
গাজীপুরের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারিছ উদ্দিন আহম্মদ জানান, ২০১৪ সালের ১২ জুন বিকেলে ইদ্রিস আলীর বাড়িতে লুডু খেলাকে কেন্দ্র করে হান্নান মিয়া ও ইদ্রিস আলীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ইট দিয়ে হান্নান মিয়ার কপালে আঘাত করেন ইদ্রিস আলী।
এতে হান্নান মিয়া গুরুত্বর জখম হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হান্নান মিয়া (৪২) পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার লরারচর গ্রামে। তিনি জয়দেবপুর থানার শিবরামপুর এলাকার লিটনের বাসায় ভাড়া থেকে এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।
নিহত হান্নানের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ওই বছরের ১৫ জুন ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী শিউলী বেগমকে আসামি করে জয়বেপুর থানায় মামলা করেন। মামলার পর ময়মনসিংহ থেকে আসামি ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্ত শেষে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন ইদ্রিস আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলায় আটজনের স্বাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত রোববার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মো. হারিছ উদ্দিন আহম্মদ, আসামিপক্ষে ছিলেন মেহাম্মদ সারোয়ার-ই-কায়নাত।