কুড়িগ্রামে শিশু নির্যাতনের প্রতিবাদে শোভাযাত্রা, সভা
কুড়িগ্রামে শিশু নির্যাতন রোধ ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান বাংলাদেশের আর্থিক সহযোগিতায় আজ রোববার শিশু একাডেমিভিত্তিক সরকারি শিশু সংগঠন জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) এ কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে একটি শোভাযাত্রা কলেজ মোড় হয়ে আবার বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য দেন কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ মিলন, জেলা এনসিটিএফ সভাপতি কে এম রেজওয়ানুল হক নুরনবী, সহসভাপতি সংগ্রামী প্রীতি বাঁধন, সাধারণ সম্পাদক আতিয়া সানজিদা স্মৃতি, শিশু গবেষক হাসনাত আলিমুন নাহিন, চাইল্ড পার্লামেন্ট সদস্য সাদিক হোসেন রাহাত, শিশু সংগঠক মিঠুন দেব প্রমুখ।