ঝালকাঠিতে গণমনস্তাত্ত্বিক রোগে ২০ স্কুলছাত্রী অসুস্থ

গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত ছাত্রীদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : এনটিভি
ঝালকাঠির ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ করে তারা অসুস্থ হয়ে পড়ে।
ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জেসমিন জানান, প্রথমে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বমি বমি ভাব অনুভব করে মাথা ঘুরিয়ে অসুস্থ হয়। কিছুক্ষণ পরে বিদ্যালয়ের আরো কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০ জন অসুস্থ ছাত্রীকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মেহেদী হাসান জানান, ২০ ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা মোটামুটি ভালো।