চুয়াডাঙ্গা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফজলুর রশীদ। এতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ফজলুর রহমান। আজ সোমবার জেলা আইনজীবী সমিতি ভবনের তিনতলায় ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দীন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন এবং কার্যনির্বাহী সদস্য সাবান আলী, মিহির আলী, শরীফুল ইসলাম লাল্টু ও ইয়াসিন আরাফাত। নতুন এই কমিটি আগামী বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শরীফ উদ্দীন হাসু। নির্বাচনে তাঁকে সহযোগিতা করেন আবু তালেব বিশ্বাস, মাসুদ রানা, পারভেজ রাসেল, আহসান হাবীব, আতিয়ার রহমান ও আমিরুল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। কমিটির বর্তমান সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোমিনুল হক নবনির্বাচিত এই কমিটির সব সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম শাহজাহান মুকুল ও সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
গত ৩১ অক্টোবর নির্বাচন পরিষদের আহ্বায়ক আহসান হাবীব তফসিল ঘোষণা করেন। ৩ নভেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।