রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে গাজীপুরে মুসল্লিদের বিক্ষোভ

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান গণহত্যা বন্ধের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ। ছবি : এনটিভি
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুসল্লিরা।
আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পরে টঙ্গীর বিভিন্ন মসজিদের মুসল্লিরা তৌহিদি জনতার বানারে মিছিলসহ কলেজ গেট এলাকায় সমবেত হতে থাকেন। একপর্যায়ে মুসল্লিরা মহাসড়ক অবরোধ করেন। সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বিভিন্ন মসজিদের মুসল্লিরা।
দুপুর ২টা থেকে মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় আবদুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ শেষে মহাসড়কের অবরোধ তুলে নেন তাঁরা। অবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবি জানান মুসল্লিরা।