খুলনায় অস্ত্র, গুলিসহ তিন যুবক গ্রেপ্তার

খুলনায় একটি ওয়ান শুটার গান ও তিনটি গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে খুলনা থানার পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন আরিফ (২১), শামীম (২২) ও সোহাগ (২৩)। তাঁদের মধ্যে শামীমের বাড়ি নগরীর নতুন বাজার লঞ্চঘাট এলাকায়, সোহাগ একই এলাকার খ্রিস্টান গলির বাসিন্দা। আর আরিফ রূপসা জয়পুর জহরের বটতলা এলাকার বাসিন্দা।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খুলনা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার ও সুজিতের নেতৃত্বে একটি দল নগরীর পিটিআই মোড় এলাকায় অবস্থান নেয়। দুপুর ১টার দিকে তারা একটি মোটরসাইকেলকে থামতে সংকেত দেয়। মোটরসাইকেলের আরোহী দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে টুটপাড়া সেন্ট্রাল রোডের মাথায় পুলিশ তাঁদের ধরে ফেলে। এরপর তল্লাশি করে আরিফের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, শামীম ও সোহাগের কাছে থেকে একটি থ্রি নট থ্রি রাইফেলের গুলি ও দুটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, ওই তিনজনের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে খুলনা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।