পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলে আইন সহায়তাবিষয়ক সভা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত ছিটমহল কোটভাজনি হাজিরহাটে প্রান্তিক পর্যায়ের দরিদ্র অসহায় বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তাবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় পঞ্চগড় জেলার জেলা ও দায়রা জজ আবু মনছুর মো. জিয়াউল হক প্রধান অতিথি ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মেদ, সিভিল সার্জন পিতাম্বর রায়, যুগ্ম জেলা ও দায়রা জজ হারুন অর রশিদ, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম হাফিজ, পাবলিক প্রসিকিউটর আমিনুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বিলুপ্ত ছিটমহলের কয়েকশ বাংলাদেশি নারী-পুরুষ অংশ নেয়।
সভায় জেলা ও দায়রা জজ আবু মনছুর মো. জিয়াউল হক বলেন, দেশে আইন-আদালতে আশ্রয় নেওয়া অনেক ব্যয়সাধ্য বিষয় হওয়ায় অনেকেই আইনগত অধিকার পায় না। ফলে দরিদ্র মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। যারা দরিদ্র অসহায় এবং নিজ খরচে মামলা পরিচালনা করতে পারেন না, তাঁদের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে।
বিচারক আরো বলেন, দরিদ্র মানুষের আইনের আশ্রয়লাভের অধিকার নিশ্চিত করতে আইন সহায়তা প্রদান আইন-২০০০ প্রণয়ন করা হয়েছে।