ঝালকাঠিতে হ্যান্ডলিং শ্রমিকদের ধর্মঘট চলছে

মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে। ধর্মঘটের কারণে পণ্যবাহী কার্গো ও ট্রাক থেকে মালামাল খালাস ও বোঝাইয়ের কাজ বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা।
গতকাল শনিবার সকালে ঝালকাঠির লবন ও ময়দার মিলসহ বিভিন্ন কারখানা এবং আড়তের শ্রমিকদের সংগঠন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচির ডাক দেয়।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়েও ঝালকাঠিতে কর্মরত ১২০০ হ্যান্ডলিং শ্রমিকের মজুরি বাড়ায়নি মালিকপক্ষ। দীর্ঘদিন ধরে তাঁদের কাছে বারবার অনুরোধ করার পরেও মজুরি বাড়ানোর আশ্বাসও দেননি তাঁরা। তাই বাধ্য হয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। দাবি অনুযায়ী মালিকপক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানান তিনি।
এ বিষয়ে ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহাবুব হোসেন জানান, হ্যান্ডলিং শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা চলছিল। এরই মধ্যে তারা সাধারণ সভা ডেকে ধর্মঘটের ঘোষণা দেয়। দেশের অন্য বানিজ্যিক বন্দরের চেয়ে ঝালকাঠিতে শ্রমিকদের মজুরি বেশি বলেও দাবি করেন তিনি। তারপরও এভাবে ধর্মঘট চলতে থাকলে ব্যবসায়ীদের লোকসান গুনতে হবে এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।