রামপাল বিদ্যুৎকেন্দ্র উন্নয়নে অবদান রাখবে : শ্রিংলা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/11/27/photo-1480249653.jpg)
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘খুলনা, বিশেষ করে রামপাল এলাকা বেশ অনুন্নত। ওই এলাকার মানুষ বিদ্যুৎ সেবা পায় না। রামপাল বিদ্যুৎ প্রকল্প কেবল বিদ্যুৎই আনবে না হাসপাতালসহ অন্যান্য অবকাঠামো হবে যা এলাকার আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখবে।’
আজ রোববার মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন হর্ষবর্ধন শ্রিংলা। মাদারীপুর ও রাজৈরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দির আশ্রমে ভারতীয় সরকারের পক্ষ থেকে দুই কোটি ৩০ লাখ টাকা অনুদান চুক্তি করেছেন ভারতীয় হাইকমিশনার। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন। চুক্তিতে ভারতীয় হাইকমিশনার ও বাংলাদেশের পক্ষে রাজৈর ও মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান স্বাক্ষর করেন।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশের সরকারের দেওয়া গাইড লাইন অনুযায়ী আমরা কাজ করছি।’
ভারতীয় হাইকমিশনার আরো বলেন, ‘বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রসেসিং আরো সহজতর করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। খুব শিগগিরই ই-টোকেন পদ্ধতি পুরো বাতিল করে দেওয়া হচ্ছে।’
জঙ্গিবাদ ইস্যুতে বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করে হর্ষবর্ধন বলেন, ‘বাংলাদেশ ও ভারত এক সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় কাজ করে যাবে।’ সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে হর্ষবর্ধন সরকারের গৃহিত পদক্ষেপের সমর্থন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বাবর আলী মীর, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।