চাঁদপুরে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে জব্দ করা ছয় লাখ মিটার কারেন্ট জাল আজ শুক্রবার পুড়িয়ে ধ্বংস করে কোস্টগার্ড। ছবি : এনটিভি
চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ছয় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। এগুলোর বাজারমূল্য দুই কোটি ১০ লাখ টাকা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বরিশালগামী এমভি আওলাদ-৪ নামক লঞ্চে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান জানান, জব্দ করা জালগুলো আজ সকাল ১০টার দিকে ডাকাতিয়া নদীর পাড়ে কোস্টগার্ডের অস্থায়ী পন্টুনের সামনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় জেলার মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।