কুড়িগ্রাম সীমান্তে মালিকবিহীন ভারতীয় গরু আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/11/28/photo-1480337461.jpg)
কুড়িগ্রামের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নয়টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার ভোরে ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট সীমান্ত এলাকায় অভিযান চালায় গঙ্গারহাট বর্ডার আউটপোস্টের (বিওপি) হাবিলদার মো. হারুণ অর রশিদের নেতৃত্বে বিজিবির একটি দল। এ সময় এসব গরু জব্দ করা হয়।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধ অভিযানের উদ্দেশে টহল দলটি ভোরে গঙ্গারহাট সীমান্তের আন্তর্জাতিক পিলার নম্বর ৯৩৭-এর সাব পিলার ৮ এস থেকে বাংলাদেশের আনুমানিক তিন কিলোমিটার ভেতরে কদমতলী এলাকায় অবস্থান নেয়। এ সময় বাংলাদেশের সীমানার ভেতরে প্রবেশ করা নয়টি ভারতীয় গরু আটক করা হয়। তবে গরুগুলো কে বা কারা সীমান্তের এপারে এনেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। আটকের সময় গরুগুলো মালিকবিহীন অবস্থায় ছিল।
জব্দ হওয়া নয়টি গরুর আনুমানিক দাম তিন লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এসব গরু শুল্ক কার্যালয়ের প্রতিনিধির মাধ্যমে নিলামে তোলা হবে বলেও জানিয়েছেন মো. জাকির হোসেন।