কেরু অ্যান্ড কোম্পানিতে শুরু হলো মাড়াই মৌসুম

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ২০১৬ -১৭ মাড়াই মৌসুম শুরু করেছে।
আজ সোমবার বেলা দেড়টার দিকে মিলের ডোঙ্গা বা ক্যান কেরিয়ারে আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন।
এর আগে মিল চত্বরে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ বি এম আরশাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপরই আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি।
নিজের বক্তব্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন বলেন, কর্তৃপক্ষের একক চেষ্টায় চিনিকলের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য আখচাষিদের আরো বেশি জমিতে আখ উৎপাদন করতে হবে। কেউ যদি চাষিদের হয়রানি করে তাহলে ব্যবস্থাপনা পরিচালককে জানাতেও অনুরোধ জানান তিনি। এমন ঘটনা ঘটলে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চেয়ারম্যান।
চলতি মাড়াই মৌসুমের ৯০ মাড়াই দিবসে এক লাখ মেট্রিক টন আখ মাড়াই করে সাত হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানিয়েছে কেরু অ্যান্ড কোম্পানি কর্তৃপক্ষ।