রোহিঙ্গা নির্যাতন বন্ধে ঝালকাঠিতে মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি : এনটিভি
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বাইপাস এলাকায় জাতীয় মানবাধিকার ইউনিটি এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রীয় যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মিরাজ খান, সংগঠনের উপজেলা সভাপতি জুলফিকার আলী, সেক্রেটারি জলিল খান, আইনবিষয়ক সম্পাদক ফারুক হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন প্রমুখ।
বক্তারা মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা বন্ধের আহ্বান জানান।