টাম্পাকো কারখানার মালিকের জামিন, পাঁচজন কারাগারে

গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানার মালিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এ ছাড়া ওই কারখানারই পাঁচ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার বিকেলে গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হকের আদালতে কোম্পানির মালিক সৈয়দ মকবুল হোসেন ও তাঁর কারখানার পাঁচ কর্মকর্তা আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক এ আদেশ।
টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণ ও আগুনে হতাহতের ঘটনায় করা দুটি মামলা করা হয়। মামলায় সৈয়দ মকবুল হোসেনসহ ছয় কর্মকর্তাকে আসামি করা হয়। গত ২৩ নভেম্বর এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।
গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো ফয়েলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে অন্তত ৩৪ জন নিহত হন। আহত হন আরো অন্তত ৪০ জন।
ওই ঘটনার দুদিন পর টঙ্গী থানায় হত্যা ও হত্যার চেষ্টার অভিযোগে দুটি মামলা হয়।