টেকনাফে ‘মানব পাচারকারী’ আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/05/23/photo-1432362625.jpg)
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মো. ইউসুফ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে টেকনাফ থানা পুলিশ লেদা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে। ইউসুফ চিহ্নিত মানব পাচারকারী বলে পুলিশ জানিয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে লেদা এলাকা থেকে কালু মিয়ার ছেলে মো. ইউসুফকে আটক করা হয়েছে। পুলিশের তালিকাভুক্ত এই মানব পাচারকারীর বিরুদ্ধে মানব পাচারের একাধিক মামলাসহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে ওসি দাবি করেন।
১০ হাজার পিস ইয়াবাসহ ২ ভাই আটক
শনিবার ভোররাতে লেদা গ্রামের অপর এক বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, মো. জাফর আলমের ছেলে সিরাজুল ইসলাম ও সাইফুল ইসলামকে ১০ হাজার ইয়াবা বড়িসহ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।