ষাটগম্বুজ মসজিদ দেখে মুগ্ধ বার্নিকাট

বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদকে বাংলাদেশের অনেক সুন্দর স্থাপনার মধ্যে অন্যতম বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। তিনি আরো বলেন, মসজিদটির পূরার্কীর্তিতে সংস্কৃতির বৈচিত্র্যের নিদর্শন রয়েছে। সবাইকে মসজিদটি দেখতে আসার আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাটের ষাটগুম্বজ মসজিদ ও জাদুঘর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বার্নিকাট এসব কথা বলেন। পরে তিনি বাগেরহাট জাদুঘর পরিদর্শন করে সেখানে সংরক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ইউএসএআইডির পরিচালক জেনিনা মেরুজেলস্কি, উপপরিচালক থমাস লাভ, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রত্নতত্ত্ব বিভাগের কাস্টোডিয়ান গোলাম ফেরদৌস, ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সফরে মার্কিন রাষ্ট্রদূত বাগেরহাটের পূর্ব সায়েড়া গ্রামের বাসার পাড়ায় কৃষক পুষ্টি স্কুল পরির্দশন করেন।