শরীয়তপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ছয় দোকান

শরীয়তপুরে গতকাল বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ছবি : এনটিভি
শরীয়তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে আনুমানিক দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা শহরের পালং বাজারে এ আগুনের ঘটনা ঘটে।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবদুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তুলি ফার্নিচারের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় খান স্টিল অ্যান্ড ফার্নিচার, আরিয়ান এন্টারপ্রাইজ ও নিউলক্ষ্মী নারায়ণ শাহসহ মোট ছয়টি দোকান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরীয়তপুর ও মাদারীপুরের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।