রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনা শহরের পিকচার প্যালেস মোড়ে আজ শনিবার বেলা ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালানোর প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় শহরের পিকচার প্যালেস মোড়ে খুলনা নাগরিক সমাজ ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে।
খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক কুদরাত এ খোদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন এ এফ এম মুহসিন, শামীমা সুলতানা শিলু, আরিফ নেওয়াজ প্রমুখ।
মানববন্ধন চলাকালে মিয়ানমারে মুসলিম নিধনের প্রতিবাদে এবং এ ব্যাপারে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন ব্যানার-ফেস্টুন বহন করেন অংশগ্রহণকারীরা।