ঝিনাইদহে মাদক প্রতিরোধ আন্দোলনের সমাবেশ

ঝিনাইদহে মাদক প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলার সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ বাদশা আলম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তাফা লোটন, সাংবাদিক সাইফুল মাবুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
সমাবেশ পরিচালনা করেন ঝিনাইদহের মাদক প্রতিরোধ আন্দোলনের সদস্য সচিব অ্যাডভোকেট সামছুল আলম।
সমাবেশ ও মানববন্ধন উপলক্ষে মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, ছাত্রছাত্রী, শ্রমিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সকাল থেকে শহরের পোস্ট অফিস মোড়ে সমবেত হতে থাকেন।
মাদকবিরোধী স্লোগান লেখা ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কের দুই ধারে দাঁড়িয়ে মানববন্ধন ও সমাবেশে অংশ নেন তাঁরা।
সমাবেশে পুলিশ সুপার মিজানুর রহমান ঝিনাইদহ জেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেন। তিনি বলেন, মাদক ব্যবসা ও সেবীদের ছাড় দেওয়া হবে না।