পঞ্চগড়ে পাওয়ার ট্রলি উল্টে চালক নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাওয়ার ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের কাদেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ট্রলিচালকের নাম আলমগীর হোসেন (১৫)। তিনি ওই গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর ময়দানদিঘী ইউনিয়নের কৈমারী গ্রামের অতুল চন্দ্র নামের এক ব্যক্তির পাওয়ার ট্রলির চালক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো আজ সকালে ট্রলি নিয়ে হালচাষ করতে যান আলমগীর। এ সময় ট্রলিটি হঠাৎ উল্টে গেলে আলমগীর ট্রলির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।