চুয়াডাঙ্গায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম মায়া নামের এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী রাধিকাগঞ্জের একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাকিবুল ইসলাম মায়াকে গ্রেপ্তার করার পর তাঁর তথ্য অনুযায়ী আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জ মহল্লার মোহাম্মদ জীবনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। জীবনের বাড়ি থেকে পাঁটি ককটেল উদ্ধার করা হয়। তবে ওই সময় জীবনকে খুঁজে পায়নি পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, আসামি রাকিবুলের নামে একটি হত্যাসহ দুটি মামলা রয়েছে। তবে হত্যা মামলার বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
ওসি জানান, জীবন আলমডাঙ্গার যুবদল নেতা আবদুল হাই বল্টু হত্যা মামলার আসামি। তাঁকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ককটেল উদ্ধারের বিষয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।
এদিকে পুলিশের বিশেষ অভিযানে রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হযেছে। এদের মধ্যে পরোয়ানাভুক্ত ২৫, নিয়মিত ১৪ ও বাকি ১০ জন বিভিন্ন মামলার আসামি।
এ ছাড়া চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বিশেষ অভিযানে ৪৯ ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।