বাগেরহাটে ট্রলিচাপায় দুই বন্ধু নিহত

বাগেরহাটে ইটবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় অপর বন্ধু গুরুতর আহত হয়।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার যাত্রাপুরের রাংদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো রাংদিয়া কলেজিয়েট স্কুলের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী আফরা এলাকার তান্না জমাদ্দার (১৮), কিশোরগঞ্জ জেলার সাকিব (১৫)। সাকিব মশিদপুর এলাকায় তার নানাবাড়িতে বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হয়েছিল। অপর আহত যাত্রাপুরের বেনেগাতী এলাকার অমিত দাস (১৮)। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর জন্য এ দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহতরা সবাই বন্ধু ছিল বলে পুলিশ জানায়।