গাজীপুরে ৩ সিএনজি স্টেশনকে জরিমানা

গাজীপুরে অবৈধভাবে গ্যাস বিক্রির অপরাধে তিনটি সিএনজি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশন এলাকায় এসব জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, গাজীপুরের অতিরিক্ত জেলা হাকিম মো. রাহেনুল ইসলামের নেতৃত্বে সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম ফাতেমাতুজ জোহরা আজ গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা, নাওজোড় ও কড্ডা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় আদালত অবৈধভাবে গ্যাস বিক্রির অপরাধে মেসার্স এম এইচ সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. কামাল হোসেনকে ৫০ হাজার টাকা, মেসার্স রিয়াজ অ্যান্ড সিএনজি কোম্পানি ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. মাসুদকে ৫০ হাজার টাকা এবং মেসার্স আরফান সিএনজি রিফুয়েলিং স্টেশনের ব্যবস্থাপক মো. সোহেলকে ১০ হাজার টাকা জরিমানা করেন।