বাগেরহাটে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

পূর্ব সুন্দরবনে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দুধমুখী এলাকার বাদামতলী খালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আল আমিন (৪৫) ও হোসেন মোল্লা (৩০)।
র্যাবের ভাষ্য, ‘বন্দুকযুদ্ধে নিহত দুজন বনদুস্য। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ১১টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ২২৭টি গুলি ও কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।’
র্যাব ৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাবের একটি দল আজ সকালে সুন্দরবনের দুধমুখী খালের বাদামতলা এলাকায় অভিযান শুরু করে। সুন্দরবনের বনদস্যুরা র্যাবের ওপর গুলিবর্ষণ শুরু করে। এ সময়ে র্যাবও পাল্টা গুলি শুরু করে।
প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির একপর্যায়ে বনদস্যুরা বনের গহিনে পালিয়ে গেলে র্যাবের সদস্যরা সেখানে অভিযান শুরু করেন। এ সময় বনের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১১টি আগ্নেয়াস্ত্র ও ২২৭টি গুলি এবং দুই বনদস্যুর লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় জেলেরা নিহত দুজনকে আল আমিন ও হোসেন মোল্লা নামে শনাক্ত করেন।
মেজর আরো আদনান জানান, বাদামতলী এলাকায় এখনো র্যাবের অভিযান অব্যাহত আছে।