শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে নলছিটিতে বিক্ষোভ

ঝালকাঠির নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম জাহিদ হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষকরা। জাহিদের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ এবং শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণসহ নানা অভিযোগ রয়েছে বলে জানান উপস্থিত শিক্ষকরা।
আজ বুধবার দুপুরে উপজেলার ২৬টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা এসব কর্মসূচি পালন করেন। দুপুরে তাঁরা নলছিটি প্রেসক্লাবের সামনে এসে জড়ো হন।
বক্তারা অভিযোগ করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ বি এম জাহিদ হোসেন নলছিটিতে যোগদানের পর তিন বছর ধরে সরকারি বই বিতরণের নামে এক লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া শিক্ষক নিয়োগ, উপবৃত্তি প্রদান এবং শীত ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বরাদ্দ করা অর্থ আত্মসাৎ করেন জাহিদ হোসেন। এ ছাড়া উপবৃত্তির ফরম বিতরণে ৫০০ টাকা করে ঘুষ নেওয়ারও অভিযোগ করেন শিক্ষক নেতারা। এসব বিষয়ে প্রতিবাদ করলে শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণও করার অভিযোগ রয়েছে শিক্ষা কর্মকর্তা জাহিদের বিরুদ্ধে।
মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা আরো বলেন, এক সপ্তাহের মধ্যে জাহিদ হোসেন স্বেচ্ছায় না গেলে তাঁরা কঠোর কর্মসূচিতে যাবেন। এ ব্যাপারে তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন।
মানববন্ধন শেষে শিক্ষকরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে দ্বিতীয় দফায় মানববন্ধন করা হয়। পরে শিক্ষক নেতারা ইউএনওর মাধ্যমে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি দেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ, মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু, জেড এ ভুট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন শাহীন, চন্দ্রকান্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র মণ্ডল, পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, শিক্ষকনেতা ফিরোজ আহম্মেদ ও আলমগীর হোসেন।