প্রজন্ম লীগ কার্যালয় থেকে নেতা আটক, ফেনসিডিল জব্দ

খুলনায় প্রজন্ম লীগের কার্যালয় থেকে এক নেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ওই কার্যালয় থেকে ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আটক আল-আমিন বয়াতি খুলনা মহানগর প্রজন্ম লীগের দপ্তর সম্পাদক। আজ বুধবার বিকেল ৩টার দিকে তাঁকে আটক করা হয়। এ ছাড়া এক শিশুকেও (১১) আটক করা হয়েছে।
র্যাব-৬ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুজ্জামানের নেতৃত্বে খুলনা মহানগর প্রজন্ম লীগের কার্যালয়ে অভিযান চালায় র্যাব। এ সময় কার্যালয়ের ভেতর থেকে আল আমিন বয়াতিকে আটক করা হয়। আর জব্দ করা হয় ২৯ বোতল ফেনসিডিল।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করছেন। এ সময় তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, এই ফেনসিডিল বিক্রি ও আনা-নেওয়ার কাজে ১১ বছরের এক শিশুকে ব্যবহার করা হয়। র্যাব তাকে কিশোর অপরাধ সংশোধনাগারে পাঠানোর ব্যবস্থা করবে।’
এ ব্যাপারে আটক প্রজন্ম লীগের দপ্তর সম্পাদক আল-আমিন বয়াতি বলেন, ‘স্থানীয় ইয়ং বয়েস ক্লাবের নাসির বিক্রি করার জন্য আমাকে ফেনসিডিলগুলো দিয়ে গেছে।’