খুলনায় পুলিশের গাড়ির ধাক্কায় ব্যবসায়ী আহত

খুলনা মহানগরের নূরনগরে যশোর রোডে পুলিশ সদস্যদের বহনকারী মাইক্রোবাসের ধাক্কায় বেল্লাল নামের একজন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে উত্তেজিত এলাকাবাসী আধা ঘণ্টার জন্য খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখে।
আহত বেল্লালের বাড়ি মহানগরের দৌলতপুরে। তিনি পাট ব্যবসায়ী। তাঁকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে খুলনা থেকে একটি মোটরসাইকেলে করে বেল্লাল যশোর রোড দিয়ে যাচ্ছিলেন। পথে নূরনগরে বিপরীত দিক থেকে আসা পুলিশের একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনি ঘটনাস্থলেই পড়ে যান। এই সময় স্থানীয়রা পুলিশের মাইক্রোবাসটিকে আহত বেল্লালকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু মাইক্রোবাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা সড়কে ব্যারিকেড দিয়ে আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
সোনাডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, মামলা হলে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।